| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ফ্যাসিস্টের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না : মাওলানা ইউনুছ আহমাদ


ফ্যাসিস্টের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না : মাওলানা ইউনুছ আহমাদ


রহমত নিউজ     19 November, 2024     06:13 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে। সুতরাং ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দলের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, যে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় তার কোন আপত্তি নেই, বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করতে হবে। বিএনপি বড় দল হিসেবে তাদের মতামত উপেক্ষা করতে পারি না। এ বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা ও তার দল বিচারের আগে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রধান উপদেষ্টাকে কোন নির্দিষ্ট দলের ইচ্ছাপুরণের জন্য ক্ষমতায় বসানো হয়নি। গণহত্যাকারী হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বিচারের আগে কোনভাবেই পুনর্বাসন করার ক্ষেত্র তৈরি করা মানে দেড় হাজার শহিদ ও ২০ হাজার আহতের রক্ত ও ত্যাগের সাথে গাদ্দারী করা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন কার্যক্রম উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তব্য সরকারের কাজের গতি শ্লোথ বলে প্রতীয়মান হয়েছে। সরকারের কর্মস্পৃহা আর শাণিত করতে হবে। অতিদ্রুত দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। 

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, সংস্কার কমিটিগুলোর কাজে গতি ফিরিয়ে এনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, মাওলানা শোয়াইব হোসেন, আব্দুল আউয়াল মজুমদার ।

সভায় বিকৃত রুচির সমাজ বিধ্বংসী ইসলামবিদ্বেষী এবং হেফাজত গণহত্যার সমর্থনকারীকে উপদেষ্টা পরিষদের সদস্য করায় চরম ক্ষোভ প্রকাশ করে অপসারণের দাবি জানানো হয়।